সুনামগঞ্জে সুরমান নদীতে অভিযান চালিয়ে স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, প্যান্ট পিস, শাড়ী, থ্যী-পিস, থান কাপড় এবং সোফার কাপড় জব্দ করেছে টাস্কফোর্স।
শুক্রবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৬ টারদিকে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র সুরমা নদীর সাহেববাড়ী ঘাট এলাকায় বিশেষ আভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করেছে টাস্কফোর্স।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স সুরমা নদীর সুনামগঞ্জ সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ ২৭১৮ পিস ভারতীয় শার্ট, ৪২১৬ মিটার প্যান্ট পিস, ৯০ পিস শাড়ী, ২৩ পিস থ্রী পিস, ১৯১০ দশমিক ১১ মিটার থান কাপড় এবং ৩০০ দশমিক ৭৫ মিটার সোফার কাপড় করে।
যার আনুমানিক আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮৭১ টাকা।
সুনামগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ সোয়াইব-এর নেতৃত্বে টাস্কফোর্সের এ আভিযানে অংশ নেন সুনামগঞ্জ-২৮ বিজিবির সহকারী পরিচালক (ভারাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলামসহ ৮ সদস্যে বিজিবির জোয়ান।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জব্দকৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান অধিনায়ক।